রাজ্যে অবৈধ খনি বন্ধে ব্যর্থতার জন্য মেঘালয় সরকারকে ১০০ কোটি টাকা জরিমানা করল জাতীয় গ্রিন ট্রাইবুনাল। মেঘালয়ের খনিগুলির বেশিরভাগই বেআইনি। রাজ্যের লাইসেন্স ছাড়াই সেগুলি চলছে।
গ্রিন ট্রাইবুনাল জানিয়েছে, দুমাসের মধ্যে এই জরিমানার টাকা কেন্দ্রীয় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে জমা দিতে হবে। এই টাকা অবৈধ খনির মালিক ও সংশ্লিষ্ট অফিসারদের কাছ থেকে আদায় করতে হবে। ইতিমধ্যে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের খনিতে আটক ১৫ জন শ্রমিকের উদ্ধারের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার রিপোর্ট জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।