নয়াদিল্লি: কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। প্রবল তুষারপাতে গোটা দেশের থেকে প্রায় বিচ্ছিন্ন ভূস্বর্গ। যদিও এটাই অনুপ্রবেশের জন্য সোনার সুযোগ জঙ্গিদের। তাই প্রতিবছর এই বিরূপ আবহাওয়াকে হাতিয়ার করেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় পাক জঙ্গিরা। অনুপ্রবেশ ঠেকাতে এখন সীমান্তে ইলেকট্রিক বেড়াও রয়েছে।
কিন্তু এক ভারতীয় আধিকারিক জানিয়েছেন, শত্রুপক্ষ অনেক চতুর হয়ে গিয়েছে। এরা এক ধরনের রাসায়নিক তৈরি করেছে। সেই রাসায়নিক বেড়ায় স্প্রে করে দু’টো পয়েন্ট কেটে ভারতে প্রবেশ করছে। পাক সীমান্ত সুরক্ষিত রাখতে এবার লেজার বেড়ার কথা ভাবছে কেন্দ্র। মূলত অনুপ্রবেশ রুখতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। সূত্রের খবর, দিল্লির লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারকে ওই লেজার বেড়া তৈরির বরাত দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৪০টি এমন বেড়া তৈরির অর্ডার দেওয়া হয়েছে। এই ব্যবস্থা তিন মিটার উচ্চতাযুক্ত এক অদৃশ্য বেড়া। কেউ সীমান্ত টপকাতে গেলে সঙ্গে সঙ্গে জানান দেবে এই ব্যবস্থা। এক আধিকারিক জানিয়েছেন, এখন সীমান্তে ইলেকট্রিক বেড়াও রয়েছে। কিন্তু শত্রুপক্ষ অনেক চতুর হয়ে গিয়েছে। এরা এক ধরনের রাসায়নিক তৈরি করেছে। সেই রাসায়নিক বেড়ায় স্প্রে করে দু’টো পয়েন্ট কেটে ভারতে প্রবেশ করছে। তবে কোন এলাকায় এই এই লেজার বেড়া লাগানো হবে তা স্পষ্ট করেননি আধিকারিকরা।