তিয়াষা গুপ্ত: দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার- এর ট্রেলার নিষিদ্ধ করার আবেদন শুনতে রাজি হল না দিল্লি হাই কোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, বিষয়টি প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে জড়িয়ে। তাই এভাবেব আবেদন করলে চলবে না। এই আবেদন পরিবর্তন করে জনস্বার্থ মামলা করতে হবে। এবং ডিভিশন বেঞ্চে আবেদন করতে হবে।
দিল্লির এক ডিজাইনার এই আবদেন করেছিলেন। তিনি তাঁর আবেদনে বলেছিলেন, ছবিতে মনমোহন সিংয়ের ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রীর অফিস সম্পর্কে কুবার্তা দেওয়া হয়েছে আন্তর্জাতিক দুনিয়ার কাছে। তিনি তাঁর আবেদনে আরো বলেন, এই ট্রেলার প্রকাশ পাওয়ার পর প্রধানমন্ত্রীর পদের অবমাননা করা হয়েছে।
ছবিটি সঞ্জয় বারুর বই নিয়ে করা হয়েছে। সঞ্জয় বারু প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা ছিলেন। অনুপম খের এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পেতে চলেছে ১১ জানুয়ারি। আবেদনকারীর আরো অভিযোগ, সিনেমাটোগ্রাফ আইনের অপব্যবহার করা হয়েছে। বাস্তবকে বিকৃত করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর চরিত্রে যে কলাকুশলীরা অভিনয় করেছেন, তাঁরা ভারতীয় দণ্ডবিধির ৪১৬ ধারা অনুয়ায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আবেদনে বলা হয়েছে, সিবিএফসি যেন এই ছবি প্রদর্শণের অনুমতি না দেয়।
ছবির ট্রেলার প্রকাশের পরেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা ভোটের আগে এই ছবি প্রচার করে লাভবান হতে চাইছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস তেড়েফুঁড়ে আসরে নেমেছে। তাদের অভিযোগ, রাফালে থেকে কৃষক সমস্যা সহ আরো একাধিক ইস্যুতে নাজেহাল মোদী। তাই এভাবে মানুষের নজর ঘুরিয়ে দিতে তিনি এই অপকৌশল নিয়েছেন। এই ছবির মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেস এর প্রদর্শন রুখে দিতে জোর চেষ্টা চালাচ্ছে।