ফাগোয়ারা: জাতীয় বিজ্ঞান কংগ্রেস ঘিরে তামাশার পরপর ঘটনায় প্রতিবাদ জানালেন বিজ্ঞানীমহল। পুরানের গল্পকে বিজ্ঞান বলে চালানোর উদ্ভট প্রয়াসে দুঃখপ্রকাশ করলেন জাতীয় বিজ্ঞান কংগ্রেসের সাধারণ সভাপতিও। টানা চার বছর একের পর এক এমন ঘটনায় উদ্বিগ্ন বিজ্ঞানী এবং গবেষকরা। প্রতিবাদে বিবৃতি দিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চও।
শুক্রবার শিশুদের বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন অন্ধ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি নাগেশ্বর রাও। মহাভারতে একশো কৌরবের জন্মবৃত্তান্ত টেনে আনেন তিনি। রাও বলেন, আধুনিক স্টেম সেল প্রযুক্তির ফসল কৌরবরা। অজৈব রসায়নের এই অধ্যাপক আরও বলেছেন, রামায়ণের রাবণের কাছে ২৪ রকমের বিমান ছিল। শ্রীলঙ্কায় বিমানবন্দর ছিল। হিন্দু দেবতা বিষ্ণুর দশাবতারের গল্প নাকি বিবর্তনবাদ। শিশুদের বিশেষ অধিবেশনেই তামিলনাডুর বিজ্ঞানী কে জে কৃষ্ণাণ বলেছেন, আইজাক নিউটন এবং অ্যালবার্ট আইনস্টাইনের তত্ত্ব ভুল। মাধ্যাকর্ষণ তরঙ্গের নতুন নাম হবে প্রধানমন্ত্রীর নামে, নরেন্দ্র মোদী তরঙ্গ। পদার্থবিজ্ঞানের গ্র্যাভিটেশনাল লেন্সিং এফেক্ট তারও নতুন নাম হবে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধনের নামে। শিশু-কিশোরদের তিনি বলেছেন, বিদ্যুৎ এবং চৌম্বকত্ব একই বিষয়। বিজ্ঞানীমহলে প্রতিবাদ হতে থাকায় রবিবার এই বিষয়ে বলেছেন জাতীয় বিজ্ঞান কংগ্রেস অ্যাসোসিয়েশনের সাধারণ সভাপতি মনোজকুমার চক্রবর্তী। তিনি বলেছেন, শিশুদের ডেকে এনে এমন বক্তৃতা হয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই জীববিজ্ঞানী বলেছেন, দায়িত্বে ছিলেন যাঁরা, আমি পরিষ্কার তাঁদের বলেছিলাম যে দেখতে হবে কোনও অবৈজ্ঞানিক কথা মঞ্চ থেকে যাতে বলা না হয়। এই ঘটনা স্তম্ভিত করে দেওয়ার মতো, একটি একটি রাজ্যস্তরের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমন সব কথা বলছেন।