তিয়াষা গুপ্ত: সপ্তাহের শুরুর দিন রাফালে অস্ত্রে নতুন করে শান দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিনও রাফালে নিয়ে কংগ্রেস-বিজেপি তরজা অব্যাহত থাকল। রাহুলের অভিযোগ, হ্য়ালকে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ঠেলে দিয়েছে মোদী সরকার। সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অনিল আম্বানিকে উপহার দেওয়া হয়েছে। কংগ্রেস সভাপতির অভিযোগ, প্রধানমন্ত্রী ভয়ে লোকসভায় আসেন না। আর প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সংসদে মিথ্যে বলেছেন।
প্রতিরক্ষামন্ত্রীর জবাব
রাহুলের অভিযোগের জবাব দিতে এদিন আসরে নামেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তিনি সংসদে প্রমাণ পেশ করে দেখান, ২০১৪ সালে হ্যালকে বরাত দেওয়া হয়েছিল। কোম্পানি ২৬,৫৭০.৮ কোটি টাকার চুক্তি সই করেছিল। আর ৭৩০০০ কোটি টাকার চুক্তি পাইপ লাইনে ছিল।
রাহুলের অভিযোগ
রাহুলের অভিযোগ, নির্মলা সীতারমন সংসদে মিথ্যে বলেছেন। তিনি বলেছিলেন, মোদী সরকার হিন্দুস্থান অ্যারোনেটিক্স লিমিটেডকে ১ লাখ কোটি টাকার বরাত দিয়েছিল। রাহুলের দাবি, সেই বিবৃতির স্বপক্ষে প্রতিরক্ষামন্ত্রী সংসদে প্রমাণ পেশ করুন। নাহলে ইস্তফা দিন।
মিডিয়া রিপোর্টে প্রকাশ পায়, এক লাখ কোটি টাকা কেন, হ্যালকে একটি টাকার অর্ডারও দেওয়া হয়নি। মিডিয়া রিপোর্ট সঙ্গে নিয়ে রাহুল ট্যুইট করেন। সংসদের শীতকালীন অধিবেশন শুরু পর থেকেই রাফালে নিয়ে তরজা অব্যাহত রয়েছে।
এদিন বারবার মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন।
পার্সোনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল,২০১৮ এদিন লোকসভায় পাশ হওয়ার পর নিম্নকক্ষ দিনের মতো মুলতবি হয়ে যায়। এদিন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এআইএডিএমকে-এর ৩ জন ও টিডিপির ১ সাংসদকে কাজে বাধা দেওয়ার জন্য বরখাস্ত করেন।