নয়াদিল্লি: যদি সাংসদের চুরি ঠেকাতে হয়, তাহলে সরকারকে আগে বেতন বাড়াতে হবে। বেতন বৃদ্ধির আবেদন জানাতে গিয়ে নয়া বিতর্কের জন্ম দিলেন যোগীর রাজ্যের বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদ্বী। উত্তরপ্রদেশের বাস্তির ওই সাংসদের দাবি, এলাকার উন্নয়নমূলক কাজের জন্য কমপক্ষে ডজন লোক রাখতে হয়।
অথচ তাঁর মাসিক বেতন একজন প্রাথমিক স্কুলের শিক্ষকের থেকেও কম। বাধ্য হয়েই কাজের জন্য ‘অন্যভাবে’ ফান্ড সংগ্রহ করতে হয। যদি জনপ্রতিনিধিদের চুরি আটাকাতে হয়, তাহলে আগে বেতন বাড়াতে হবে। এখানেই থেমে থাকেননি তিনি। বিধায়ক, সাংসদদের বেতন বাড়ানোর জন্য তিনি অরবিন্দ কেজরিওয়ালেরও প্রসঙ্গ করেন। কেননা, তিনি বিধায়কদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর বিল পাশ করেছেন। এবার সেটি কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে সাংসদের মাসিক মাইনে ৫০,০০০ টাকা। কেন্দ্রের উন্নয়ন বাবদ আরও পান ৪৫,০০০ টাকা এবং অন্যান্য সুযোগসুবিধা। প্রতি মাসে গড়ে একজন সাংসদ পিছু সরকারের ব্যয় হয় প্রায় ২,৭০,০০০ টাকা।