মানবতার লজ্জা। খিদের জ্বালায় বিষপান আদিবাসী নাবালকের। শারিরীক অবস্থা এখনও চুড়ান্ত আশঙ্কাজনক। তবে, নাবালকের নাম ও বয়স প্রকাশ করা হয়নি।৩১ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাটলাম জেলায়। সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কিছু আটার জন্য এক রেশন দোকানের মালিকের কাছে বারবার অনুনয় করেছিল ওই নাবালক। কিন্তু, কেউ দেয়নি। খিদের জ্বালা সহ্য করতে না পেরে শেষে কীটনাশক খেয়ে নেয়। ঘটনাটি জানাজানি হতেই অবিলম্বে তদন্তের শিশু সুরক্ষা কমিশন। কমিশনের এক আধিকারিক জানান, বিশেষ তদন্তকারী দলকে সেখানে পাঠানো হয়েছে।
খিদের জ্বালায় বিষ পান নাবালকের
মানবতার লজ্জা। খিদের জ্বালায় বিষপান আদিবাসী নাবালকের। শারিরীক অবস্থা এখনও চুড়ান্ত আশঙ্কাজনক। তবে, নাবালকের নাম ও বয়স প্রকাশ করা হয়নি।৩১ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাটলাম জেলায়। সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কিছু আটার জন্য এক রেশন দোকানের মালিকের কাছে বারবার অনুনয় করেছিল ওই নাবালক। কিন্তু, কেউ দেয়নি। খিদের জ্বালা সহ্য করতে না পেরে শেষে