নয়াদিল্লি: মহারাষ্ট্রে একলা চলোর ডাক অমিত শাহর। এনডিএ শরিক শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্ক তলানিতে। দলের কর্মীদের বিজেপির সর্বভারতীয় সভাপতির নির্দেশ, শিবসেনার সঙ্গে বোঝাপড়ার অপেক্ষা না করেই মহারাষ্ট্রে একা লড়াই করার তৈরি হোন। লাটুরে বুথস্তরের কর্মিসভায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের দাবি, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের প্রতিটিতেই প্রার্থী দেবে বিজেপি।
জিতবে অন্তত ৪০টিতে। এই মনোভাবে কীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শিবসেনা। তারা বলেছে, হিন্দুত্ববাদীদের সঙ্গে বোঝাপড়ায় বিজেপি আগ্রহী নয়। তারা ইভিএমের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চায়। মহারাষ্ট্রের মানুষ বিজেপিকে পরাস্ত করবে। শিবসেনার মুখপত্র সামনায় নেরন্দ্র মোদিকে আক্রমণ করে লেখা হয়েছে, গতবছর ১ কোটি ৯ লাখ যুবকের চাকরি গিয়েছে।যারা মোদিকে ক্ষমতায় এনেছিল, সেই যুবকরাই তাঁকে সরাতে উদগ্রীব। এছাড়া, শিবসেনা জানিয়ে দিয়েছে, তারা সংসদে নগরিকত্ব বিলেরর বিরোধিতা করবে।