নয়াদিল্লি: নিজেকে সরিয়ে নিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সাংবিধানিক নিয়ম মেনে পদ ফিরে পেয়েছেন সিবিআই প্রধান অলোক ভার্মা। তাঁর কিন্তু ভবিষ্যত নির্ধারিত হবে প্রধান মন্ত্রী, বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে ও প্রধান বিচারপতির সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী।
এই পরিস্থিতিতে তিন সদস্যের বিশেষ কমিটি থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থেই সরে দাঁড়িয়েছেন বলে সূত্রের খবর। তাঁর জায়গায় আসছেন বিচারপতি এ কে সিক্রি। যেহেতু প্রধান বিচারপতি রঞ্জন গগৈ মামলাটি শুনেছিলেন, তাই স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই নিজেকে সরিয়ে নিলেন। সিবিআই প্রধান ভবিষ্যত নির্ধারণে মোদি বা মল্লিকার্জুন খাড়গের অবস্থান কী হবে, সেটা বোঝাই যাচ্ছে। ফলে পরিস্থিত কোন দিকে গড়াবে সেটা বিচারপতি এ কে সিক্রির উপরেই বেশি নির্ভর করবে।