লোকসভা ভোটের আগে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন গম্ভীর! কারণও জানালেন সাংসদ

লোকসভা ভোটের আগে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন গম্ভীর! কারণও জানালেন সাংসদ

fd783a67172ceffd9a469149d2f20edb

কলকাতা: লোকসভা ভোটের ঠিক আগে দলের কাছে থেকে রাজনৈতিক দায়িত্ব-কর্তব্য থেকে অব্যাহতি চাইলেন দিল্লির সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর৷  গম্ভীর ২০১৯ -এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। গেরুয়া শিবিরের টিকিটে পূর্ব দিল্লির লোকসভা কেন্দ্র থেকে লড়াই করে জিতেওছিলেন। কিন্তু পাঁচ বছর দায়িত্ব পালনের পরই অব্যাহতি চাইলেন গম্ভীর৷ জানালেন, আপাতত ক্রিকেট সংক্রান্ত কাজের দায়দায়িত্ব এবং কর্তব্য পালনের উপরেই তিনি মনোনিবেশ করতে চান৷ দল ছাড়তে চেয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে তিনি অনুরোধও জানিয়েছেন। 

শনিবার সকালে বিজেপি’র ক্রিকেটার সাংসদ গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান। এর প্রধান কারণ হল ক্রিকেট৷ তিনি এবার ক্রিকেটেই বেশি করে মন দিতে চান। সেই কারণেই এই সিদ্ধান্ত। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। পোস্টের শেষে তিনি লেখেন, জয় হিন্দ৷ তবে কি আসন্ন লোকসভা ভোটে দিল্লির আসনে লড়বেন না গতি? বাড়ছে জল্পনা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *