বুর্জ খলিফা : ভাইরাল বুর্জ খলিফা টাওয়ারে রাহুল গান্ধির লাইটিং শো। কিছুদিনের মধ্যেই ইউএই সফরে যেতে চলেছেন রাহুল গান্ধি। তার এই আগে এই লাইটিং শো-র ভিডিও ঘিরে উত্তাল সোশাল মিডিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে, পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিংয়ে লাইটিং শো-র মধ্য দিয়ে ফুটে উঠছে রাহুল গান্ধির প্রতিকৃতি।
স্বাভাবিক ভাবেই সেই ভিডিও ঝড় তুলতে সময় লাগেনি। পোস্টটি শেয়ার হয় প্রায় ৬ হাজার বার। রাহুল গান্ধির ফ্যান পেজেও অনেকে পোস্ট করেন ভিডিওটি। কিন্তু পরে জানা যায়, পুরোটাই জাল। একটি অ্যাপসের কারসাজি। কারণ ভিডিওতে ‘বিউগো’ নামের একটি লোগো দেখা যাচ্ছিল। ওই অ্যাপসের ব্যবহারের কারণেই লোগটি দেখা গেছে। পরে বিষয়টি নিশ্চিত করেছে বুর্জ খলিফা কর্তৃপক্ষও।
Rahul Gandhi’s pic displayed on Burj khalifa pic.twitter.com/DCuCo0NJjY
— Abdul M Valappil (@majeedvalappil) January 8, 2019