নাগরিকত্ব সংশোধনী বিল: ভাঙনের মুখে এবার BJP

গুয়াহাটি: আগেই পাশ থেকে সরে গিয়েছিল অসম গণ পরিষদ। এবার নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিজেপির অন্দরেই ভাঙন দেখা গিল। দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন অসমের বিজেপি মুখপাত্র মেহদি আলম বরা। পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি বলেন, ‘জাতির থেকে দল বড় নয়। নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলে অসমিয়াদের অস্তিত্ব সংকটে পড়বে।’ বিতর্কিত বিলটির বিরোধিতায়

নাগরিকত্ব সংশোধনী বিল: ভাঙনের মুখে এবার BJP

গুয়াহাটি: আগেই পাশ থেকে সরে গিয়েছিল অসম গণ পরিষদ। এবার নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিজেপির অন্দরেই ভাঙন দেখা গিল। দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন অসমের বিজেপি মুখপাত্র মেহদি আলম বরা। পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি বলেন, ‘জাতির থেকে দল বড় নয়। নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলে অসমিয়াদের অস্তিত্ব সংকটে পড়বে।’

বিতর্কিত বিলটির বিরোধিতায় উত্তাল অসম-সহ উত্তর-পূর্বের সাতটি রাজ্য। এমনই পরিস্থিতিতে দলের অন্দরে ক্ষোভ প্রশমিত করতে বৈঠকে বসছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, হিমন্ত বিশ্বশর্মা ও শীর্ষ নেতারা। উল্লেখ্য, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় আগেই রাজ্যের বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছে অসম গণ পরিষদ।

বিরোধীদের তুমুল আপত্তি খারিজ করে মঙ্গলবার লোকসভায় ধ্বনি ভোটে পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই তিন দেশ থেকে আগত বিশেষ সম্প্রদায়ের শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান সংক্রান্ত বিলটি নিয়ে তিন ঘন্টা আলোচনার পর পাস হয়। বুধবার বিলটি পাস করানোর জন্য রাজ্যসভায় আনা হলে বিরোধীদের চাপে তা পাস করানো যায়নি। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিলচরে গিয়ে ঘোষণা করেছিলেন, নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের শীতকালীন অধিবেশনেই পাস করানো হবে। তাঁর ওই ঘোষণার থেকেই সেখানে আন্দোলন শুরু হয়। উত্তেজনা ছড়ায় উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে। কেন্দ্রের তরফে এই বিল নিয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও তা মানতে রাজি নন উত্তর-পূর্বের রাজ্যগুলির বিজেপির শরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *