ঘুষ-কাণ্ডে যেকোনও মুহূর্তে ফের গ্রেপ্তার হতে পারেন রাকেশ আস্থানা

নয়াদিল্লি: ঘুষকাণ্ডে রাকেশ আস্থানার বিরুদ্ধে আগেই দায়ের হয়েছিল এফআইআর৷ ঘুষ মামলায় গ্রেপ্তারি এড়াতে আদালতেও দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ কিন্তু, অস্থানার আবেদন খারিজ করে সিবিআইয়ের প্রাক্তন কর্তাকে বিপাকে ফেলল দিল্লি হাইকোর্ট৷ ফলে, রাকেশ আস্থানার গ্রেপ্তারিতে আর কোনও বাধা রইল না৷ দুর্নীতি মামলায় অপসারিত সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার গ্রেপ্তারির উপর যে নিষেধাজ্ঞা ছিল, তা আজ খারিজ করে

bc58ba29a6f20ceabecc7c19d737ce14

ঘুষ-কাণ্ডে যেকোনও মুহূর্তে ফের গ্রেপ্তার হতে পারেন রাকেশ আস্থানা

নয়াদিল্লি: ঘুষকাণ্ডে রাকেশ আস্থানার বিরুদ্ধে আগেই দায়ের হয়েছিল এফআইআর৷ ঘুষ মামলায় গ্রেপ্তারি এড়াতে আদালতেও দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ কিন্তু, অস্থানার আবেদন খারিজ করে সিবিআইয়ের প্রাক্তন কর্তাকে বিপাকে ফেলল দিল্লি হাইকোর্ট৷ ফলে, রাকেশ আস্থানার গ্রেপ্তারিতে আর কোনও বাধা রইল না৷ দুর্নীতি মামলায় অপসারিত সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার গ্রেপ্তারির উপর যে নিষেধাজ্ঞা ছিল, তা আজ খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট৷

গত ২৮ অক্টোবর, স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের তদন্তে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। অস্থানা ও দেবেন্দ্র কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেন আস্থানা। বিচারপতি নাজমি ওয়াজিরি সিবিআই তৎকালীন প্রধান অলোক ভার্মাকে নির্দেশ দেন, ‘ভারসাম্য নষ্ট করবেন না।’ তার আগে আস্থানার থেকে তাঁর হেফাজতে থাকা মোবাইল ফোন ও মেসেজ সংরক্ষণ করার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি আদায় করে আদালত৷

ঘুষ নেওয়ার অভিযোগে ডিএসপি দেবেন্দ্র কুমার ও স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে সোমবার গ্রেফতার করে সিবিআই। বিষয়টি কেন্দ্র করে সংস্থার অভ্যন্তরে ক্ষমতা ও ব্যক্তিত্বের সংঘাত প্রকাশ্যে চলে আসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *