নয়াদিল্লি: সিবিআই ডিরেক্টরের পদ থেকে অপসারণের পর এবার নিজের চাকরি থেকে ইস্তফা দিলেন অলোক বর্মা৷ সুপ্রিম কোর্ট তাঁকে পুরানো পদে ফিরিয়ে দেওয়ার পর ঠিক দু’দিনের মাথায় সিবিআইয়ের ডিরেক্টর অলোক বর্মাকে সরিয়ে দেয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি৷ তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দমকলের ডিরেক্টর জেনারেল করা হয়৷ কিন্তু, সিবিআইয়ের ডিরেক্টর পদ থেকে দমকলের ডিরেক্টর পদে যোগ না দিয়ে চাকরি থেকেই ইস্তফা দেন তিনি৷
সিবিআই ডিরেক্টর পদ থেকে দ্বিতীয়বার জন্য বহিস্কার হওয়ার পর নাম না করে খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন অলোক বর্মা৷ সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি দাবি করেন, ‘‘মিথ্যে, তুচ্ছ ও প্রমাণহীন অভিযোগের ভিত্তিতে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে৷ আমি প্রতিষ্ঠানের নাম বজায় রাখার চেষ্টা করেছিলাম৷ কিন্তু, সিবিআই-এর মতো প্রতিষ্ঠানকে প্রভাবমু্ক্ত করার জেরেই আমাকে সরতে হল৷ এই মুহূর্তে প্রতিষ্ঠাকে ধ্বংস করার চেষ্টা হয়েছে৷’’
বর্মা বলেন, “উচ্চ ক্ষমতাসম্পন্ন প্যানেল সিবিআই ডিরেক্টরের পদ থেকে আমাকে সরিয়ে দিয়েছে৷ কিন্তু আমি সিবিআইয়ের স্বতন্ত্রতা ও অখণ্ডতা বজায় রাখার চেষ্টা করেছিলাম৷’’ তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ তোলা হয়েছে, তার কোনওটা ভিত্তিহীন, কোনওটার তথ্যপ্রমাণ নেই, কোনওটা পুরোপুরি মিথ্যে বলেও জানান তিনি৷ সমস্ত অভিযোগ উড়িয়ে বর্মার মন্তব্য, ‘‘এমন এক অফিসারের অভিযোগের ভিত্তিতে আমাকে সরানো হল, যিনি নিজেই অপরাধী’’
বৃহস্পতিবারই অলোক বর্মাকে ডিরেক্টর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় উচ্চ ক্ষমতাসম্পন্ন প্যানেল৷ প্যানেলে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মল্লিকার্জুন খাড়গে। প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি৷ দুই-এক ভোটের ভিত্তিতে অলোকে ফের অপসারণ করা হয়৷ বৃহস্পতিবার সিভিসির রিপোর্টের ভিত্তিতে তাঁকে সরিয়ে দেওয়া হয় বলে খবর৷ সিবিআই প্রধান অলোক বর্মা নিজের জায়গা ফিরে পাওয়ার দ্বিতীয় দিনেই সরিয়ে দিলেন পাঁচ অফিসারকে৷ দেশের শীর্ষ আদালতের রায়ের ভিত্তিতে সিলেক্ট কমিটির গুরুত্ব বৈঠকে বসেন প্রধানমন্ত্রী৷ পরে, মোদি ও মল্লিকার্জুন খার্গের আপত্তির জেরে তাঁকে অপসারিত করা হয়৷
Former CBI Chief Alok Verma in a letter to Secy Dept of Personnel and Training:It may be noted that the undersigned would have already superannuated as on July 31, 2017 and was only serving the Government as Director, CBI till January 3, 2019, as the same was a fixed tenure role. pic.twitter.com/iMRxwWOgUl
— ANI (@ANI) January 11, 2019