প্রতিশ্রুতি দিয়েও হ্যালের ১১ হাজার কোটি টাকা কেড়ে নিয়েছে সরকার

নয়াদিল্লি: বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে হ্যালের ১১ হাজার কোটি টাকা কেড়ে নিয়েছে সরকার। একটি বিমান না পেয়েও ২০ হাজার কোটি টাকা দাসাউকে দেওয়া হয়েছে। অথচ, যুদ্ধবিমান তৈরি করে দিয়েও হ্যালের ১৪ হাজার কোটি টাকা বকেয়া মেটানো হয়নি। বৃহস্পতিবার দিল্লিতে এমনটাই অভিযোগ করেন হ্যালের প্রাক্তন সাধারণ সম্পাদক ও রেণুকা প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কে সতীশ। বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত সংস্থা

প্রতিশ্রুতি দিয়েও হ্যালের ১১ হাজার কোটি টাকা কেড়ে নিয়েছে সরকার

নয়াদিল্লি: বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে হ্যালের ১১ হাজার কোটি টাকা কেড়ে নিয়েছে সরকার। একটি বিমান না পেয়েও ২০ হাজার কোটি টাকা দাসাউকে দেওয়া হয়েছে। অথচ, যুদ্ধবিমান তৈরি করে দিয়েও হ্যালের ১৪ হাজার কোটি টাকা বকেয়া মেটানো হয়নি। বৃহস্পতিবার দিল্লিতে এমনটাই অভিযোগ করেন হ্যালের প্রাক্তন সাধারণ সম্পাদক ও রেণুকা প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কে সতীশ।

বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালের আর্থিক সমস্যা নিয়ে সুর চড়ালেন হ্যালের কর্মীরাও। অনেকটা রাহুল গান্ধির ধাঁচে তাঁরা আরও বলেন, প্রতিরক্ষামন্ত্রী যেই টাকা হ্যালকে দেওয়ার দাবি করছেন, তা অত্যন্ত বিভ্রান্তিকর। এখনও একবারও পরিদর্শনে আসেননি তিনি। ১৯ হাজার কোটি টাকা চাওয়া হয়েছিল। কিন্তু মিলেছে মাত্র ৬ হাজার কোটি। কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই, বাধ্য বাইরে থেকে টাকা ধার করতে হচ্ছে। অনিল আম্বানির কোম্পানির বিমান তৈরির যোগ্যতাই নেই। তারচেয়ে হ্যাল অনেক বেশি অভিজ্ঞ।

অফসেট পার্টনার নয়, সরকারের উচিত ছিল প্রযুক্তি হস্তান্তরের দিকে জোর দেওয়া। প্রসঙ্গত, সম্প্রতি হ্যালের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা। কিন্তু সেখানেও কোনও স্থায়ী সমাধান সূত্রে বেরিয়ে আসেনি বলেই মনে করছে ওয়াকিবহান মহল। পিটিআই সূত্রে আরও জানা গেছে, হ্যালের সমস্যা নিয়ে সরব হওয়ার জন্য রাহুল গান্ধিকেও ধন্যবাদ জানান কর্মীরা। পরিস্থিত হাতের বাইরে চলে যাওয়াতেই রাহুল গান্ধির শরণাপন্ন হয়েছেন বলেও দাবি করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =