নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যে সিবিআই তদন্তের উপর নিষেধাজ্ঞা চাপানোর প্রসঙ্গে মুখ খুললেন নরেন্দ্র মোদি৷ রাজধানীতে বিজেপির রাজকীয় কর্মসমিতির বৈঠক থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘তিন রাজ্য তাদের রাজ্যে সিবিআই তদন্তের উপর বিধিনিষেধ চাপিয়েছে৷ কিন্তু, কেন বলুন তো? কী এমন করেছেন, যাতে এত ভয়? সিবিআইয়ে ভয় পেয়ে কেন এই বিধিনিষেধ?’’
অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গের দেখানো পথে হাঁটল ছত্তিশগড়ও। রাজ্যসরকারের সম্মতি ছাড়া সেরাজ্যেও ঢুকতে পারবে না সিবিআই। বৃহস্পতিবার এই ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহর করা নেওয়া হয়েছে। দিল্লি স্পেশ্যাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী, কোনও রাজ্যে গিয়েও কেন্দ্রীয় কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করতে হলে রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন। অনেক রাজ্যই আগাম সেই অনুমতি দিয়ে রেখেছে ‘জেনারেল কনসেন্ট’ চুক্তির মাধ্যমে। সম্প্রতি অবিজেপি রাজ্যগুলি অভিযোগ তোলে, কেন্দ্র সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তারপরেই সেই চুক্তি থেকে বেরিয়ে আসে চন্দ্রবাবু নাইডুর সরকার। একভাবে সড়ে দাঁড়ায় পশ্চিমবঙ্গও। এবাই সেই পথেই পা বাঁড়াল ছত্তিশগড়ের কংগ্রেস সরকার। এরফলে রাজ্য সরকারের অনুমতি ব্যাতীত বা আদালতের নির্দেশ ছাড়া সেখানে তদন্ত চালাতে পারবে না সিবিআই। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চিঠি দিয়েছেন বলেও জানা গেছে। এদিন এই তিন রাজ্যের বিরুদ্ধে মুখ খোলেন মোদি৷