কেরালা: সবরিমালা মন্দিরে সব বয়সী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে পুনর্বিবেচনা করার জন্য প্রায় ৪৯টি আবেদন জমা পরে সুপ্রিম কোর্টে। সেই বিষয়ে আগামী ২২ জানুয়ারি থেকে মুক্ত আদালতে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান যে ২২ তারিখ থেকে ওই শুনানী শুরু হবে না, কারণ বিচারপতি ইন্দু মালহোত্রা শারীরিক অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন।
সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ ভারতের সর্বোচ্চ আদালত সবরিমালা মন্দিরে সব বয়সী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে ঐতিহাসিক রায় দেয়। ৫জন বিচারপতির বেঞ্চ দেয় এই রায়। সেই বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন ইন্দু মালহোত্রা। কেরালা সরকার এই রায় বাস্তবায়িত করতে চাইলেও বিজেপি, আরএসএস সহ উগ্র হিন্দুবাদী সংগঠন এর বিরোধিতা করে এবং মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে নানা বাধার সৃষ্টি করে। সেই সুপ্রিমকোর্ট যাতে এই রায় পুনর্বিবেচনা করে দেখে তা আবেদনও করেন। সেই আবেদনের ভিত্তিতে ২২ তারিখ থেকে শুনানী হওয়ার কথা থাকলেও বিচারপতি ইন্দু মালহোত্রা অসুস্থ থাকার কারণে তা শুরু হবে না।