নয়াদিল্লি: নারকেলের খোলা, আবর্জনা ভেবে ফেলে দেন? তাহলে আর এই ভুল করবেন না, অন্তত আমাজনে বিজ্ঞপন দেখে৷ অনলাইন কেনাকাটার যুগে এখন বেশ মহার্ঘ নামকেলের খোলা৷ ই-কমার্স সংস্থা আমাজনের দোকানে সামান্য নারকেল খোলাই বিক্রি হচ্ছে মাত্র ১৩০০ টাকায়! বিষম খাবেন না, আমাজনে প্রাকৃতিক নারকেলের অর্ধেক ভাঙা একটা খোলই বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়৷
আমাজনের ওয়েবসাইটে পণ্যের বর্ণনায় লেখা রয়েছে, “প্রাকৃতিক নারকেল শেল কাপ৷” দাম শুরু হচ্ছে ১২৮৯ টাকা থেকে বিকোচ্ছে ২৪৯৯ টাকা দাম পর্যন্ত৷ সাধারণ নারকেল খোলার এমন দাম দেখে আমজনতা তো চক্ষু চড়কগাছে৷ দর করে বেছে সামান্য দামে কেনা নারকেল, আর তারপর তার শক্ত খোলা ফেলে দিতেই যাঁরা অভ্যস্ত, আমাজনের এই কীর্তি দেখে স্বাভাবিক হতচকিত সকলেই৷ এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা৷
wow. didnt know that the coconut shells cost this much. we normally use it to start a fire. kids use it to make mannappam. (idli like things made of sand) #mallu #coconut #shell #chiratta #amazon #Kerala #thenga #crazypricing https://t.co/LDbrBgKzG6 @amazonIN pic.twitter.com/iuzYB6CXis
— Harikrishnan Menon (@harikrishnanc) January 14, 2019