নয়াদিল্লি: কানাহাইয়া কুমারকে দোষ দেওয়ার নৈতিক অধিকারই নেই বিজেপি। কারণ বিজেপি নিজেই ক্ষমতার লোভে কাশ্মীরের পিডিপির সঙ্গে জোট গড়ে নিজেই বিশ্বাসঘাতকতা করেছে। ফের আক্রমণে শিবসেনা।
শিবসেনার বক্তব্য অনুযায়ী, মেহবুবা মুফতির দলও মনে করে আফজাল গুরু শহিদ। তাহলে সব জেনে শুনে কেন বিজেপি পিডিপির সঙ্গে জোট গড়েছিল? এমনকি, কানাহাইয়াকে দেশদ্রোহী প্রমাণ করে রাজনৈতিক ফায়াদা লোটা থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছে শিবসেনা। তাঁদের মুখপত্র সামনায় আরও বলা হয়, কানহাইয়া সুবক্তা। সে নিপীড়িত ও বেকার যুবকদের দাবি আদায়ের কথা বলেছে। সে কখনই আফজুল গুরুর সমর্থনে বা স্বাধীন কাশ্মীরের স্লোগান দিতে পারে না। কিন্তু, বিজেপিরতো সেই নৈতিক অধিকারই নেই।