নয়াদিল্লি: সিবিআইয়ের অন্তর্বর্তী ডিরেক্টর পদে এম নাগেশ্বর রাওয়ের নিয়োগের বিরুদ্ধে আপত্তি জানিয়ে আবেদন করা হয়েছিল সুপ্রিমকোর্টে। বুধবার সুপ্রিমকোর্ট এই মামলা গ্রহণ করেছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে পরবর্তী শুনানি রয়েছে।
একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং আরটিআই অ্যাক্টিভিস্ট অঞ্জলি ভরদ্বাজ তাঁদের পিটিশনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি জানিয়েছেন। অভিযোগ, দেশের প্রধান বিচারপতি কিংবা প্রধানমন্ত্রীর নেতৃত্বে হাই পাওয়ারড সিলিকশন কমিটির মত না নিয়েই রাওকে অন্তর্বর্তী ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে। তাই এই নিয়োগ বেআইনি বলে দাবি করা হয়েছে।