ডান্স বারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সুপ্রিম কোর্ট

মুম্বই: বাণিজ্যনগরীতে ডান্স বারে বন্ধ করতে মহারাষ্ট্র সরকারের জারি করা নির্দেশিকা শিথিল করল সুপ্রিম কোর্ট৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ডান্সবারে থাকতে পারে অর্কেস্ট্রা ব্যান্ড৷ দেওয়া যাবে টিপস৷ কিন্তু, বারের মধ্যে টাকা ছড়ানো যাবে না৷ শীর্ষ আদালতের মতে, ডান্সবারে পুরোপুরি নিষেধাজ্ঞা থাকতে পারে না৷ শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, বারের অংশে মানুষ বসেন

ডান্স বারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সুপ্রিম কোর্ট

মুম্বই: বাণিজ্যনগরীতে ডান্স বারে বন্ধ করতে মহারাষ্ট্র সরকারের জারি করা নির্দেশিকা শিথিল করল সুপ্রিম কোর্ট৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ডান্সবারে থাকতে পারে অর্কেস্ট্রা ব্যান্ড৷ দেওয়া যাবে টিপস৷ কিন্তু, বারের মধ্যে টাকা ছড়ানো যাবে না৷ শীর্ষ আদালতের মতে, ডান্সবারে পুরোপুরি নিষেধাজ্ঞা থাকতে পারে না৷

শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, বারের অংশে মানুষ বসেন ও যেখানে পানীয় পরিবেশন করা হয় সেখান থেকে নাচের মঞ্চ আলাদা করারও প্রয়োজন নেই৷ মুম্বই সরকারের নির্দেশিকা মতো শুধুমাত্র সত্‍চরিত্রের মানুষদেরই ডান্স বারে প্রবেশের অধিকার মিলবে৷ তবে সুপ্রিম কোর্টের মতে একজন মানুষ সত্‍চরিত্রের কি না তা এত সহজে বোঝা সম্ভব নয়৷

২০১৪ সালে মহারাষ্ট্র পুলিশ আইনে সংশোধনের মাধ্যমে ডান্স বারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে৷ তবে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবীশ ডান্স বারে নিষেধাজ্ঞার পক্ষেই সওয়াল করেছেন৷ তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ হাতে পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + nine =