সাংবাদিক খুনের মামলয়া আজ স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের যাবজ্জীবন সাজার আদেশ দিল বিশেষ আদালত। অন্য তিন অভিযুক্ত কুলদীপ সিং, নির্মল সিং এবং কৃষাণলালকেও যাবজ্জীবনের সাজা শোনাল। প্রত্যেক অপরাধীকে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেকেকে ৫০ হাজার টাকা করে জরিমানারও নির্দেশ দিল সিবিআই-এর বিশেষ আদালত।
এর আগেই সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন গুরমীত রাম রহিমসহ ৪ জন। পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত এই রায় দেয়। ২০০২ সালের অক্টোবর মাসে রাম চন্দ্র ছত্রপতিকে হত্যা করা হয়৷পুরা সাচ (পুরো সত্যি)- সংবাদপত্রে একটি চিঠি প্রকাশিত, তাতে লেখা ছিল রাম রহিমের তথাকথিত আশ্রমে কিভাবে মহিলাদের উপর যৌন অত্যাচার করে রাম রহিম৷ এই খবর প্রকাশিত হওয়ার পরেই ছত্রপতিকে গুলি করা হয় তাঁর সংবাদপত্রের অফিসের সামনেই৷ ২০০৩ সালে একটি মামলা দায়ের করা হয়৷ সিবিআই সেই মামলার ভার নেয় ২০০৬ সালে৷ ৮ জানুয়ারি সিবিআই-র বিশেষ আদালত রাজ্যের আবেদন মেনে মামলার অন্যতম আসামী রাম রহিমের শুনানির জন্য ভিডিও কনফারেন্সের ব্যবস্তা করা হয় ১১ জানুয়ারি৷