এক মাসের লড়াই শেষে খনি থেকে উদ্ধার এক শ্রমিকের দেহ

ওডিশা: ৩৩ দিন পরে মেঘালয়ের খনিতে আটকে পরা ১৫ শ্রমিকের একজনের দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার খনির ২০০ ফুট গভীর থেকে নৌসেনার জওয়ানরা সেই দেহ উদ্ধার করেছে। বাকিদের দেহ উদ্ধারের কাজ চলছে। জয়ন্তীয়া পাহাড়ের ওই অবৈধ খনিতে মঙ্গলবার উদ্ধারকারীরা ভূগর্ভে দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে প্রথম দেহটি দেখতে পান। সরকারিভাবে জানানো হয়েছে, ওডিশা থেকে আনা বিশাল পাম্পের

a23ee8769cfdea4a147521a30fa2247b

এক মাসের লড়াই শেষে খনি থেকে উদ্ধার এক শ্রমিকের দেহ

ওডিশা: ৩৩ দিন পরে মেঘালয়ের খনিতে আটকে পরা ১৫ শ্রমিকের একজনের দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার খনির ২০০ ফুট গভীর থেকে নৌসেনার জওয়ানরা সেই দেহ উদ্ধার করেছে। বাকিদের দেহ উদ্ধারের কাজ চলছে। জয়ন্তীয়া পাহাড়ের ওই অবৈধ খনিতে মঙ্গলবার উদ্ধারকারীরা ভূগর্ভে দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে প্রথম দেহটি দেখতে পান।

সরকারিভাবে জানানো হয়েছে, ওডিশা থেকে আনা বিশাল পাম্পের সাহায্যে প্রচুর পরিমাণে জল বের করা হলেও ৩৫০ ফুট নীচের জলস্তর একই রয়ে গিয়েছে। গত ১৩ ডিসেম্বর শ্রমিকরা আটকে পড়ার পরে উপযুক্ত যন্ত্রপাতির অভাবে উদ্ধার বন্ধ ছিল বেশ কিছুদিন। মোট কুড়িজন ভিতের আটকে পড়লেও ৫ জন বেরিয়ে আসতে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *