পাঁচকুলা: ধর্ষণের মামলায় আগেই ২০ বছরের জেলের সাজা ভোগ করছিলেন। এবার সংবাদিক হত্যার দায়ের দোষী সাব্যস্ত হলেন স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। তার সঙ্গে তার তিন সাগরেদকেও দোষী সাব্যস্ত করে আদালত। ফের যাবজ্জীবনের সাজা শোনাল পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত।
সব মিলিয়ে, আমৃত্যু জেলেই কাটাতে হবে এই ভণ্ড ধর্মগুরুকে। ২০০২ সালের ঘটনা, ডেরা বাবার কুকীর্তি নিজের পত্রিকা ‘পুরা সাচে’ সামনে আনেন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। ওই বছর ২৪ অক্টোবর নিজের বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন তিনি। ৩ সপ্তাহ পর মৃত্যু হয়। ২০০৩ সালে হত্যা মামলার তদন্তভার নেয় সিবিআই। সিবিআই চার্জশিট থেকে জানা গেছে, রাম রহিমের সাগরেদ কিষেণলাল নিজের লাইসেন্সড রিভলভার ও একটি ওয়াকি টকি দিয়েছিলেন দুই খুনিকে। তাদের নাম কুলদীপ সিং ও নির্মল সিং। তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে আদালত।