কেন আছে রায়বেরিলি-আমেথি? দুর্গ বাঁচাতে তৎপরতা মা ও ছেলের

নয়াদিল্লি: ভোট আসছে৷ ভোটের আগে নির্বাচনী কেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপরতা শুরু করে দিলেন ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সবকিছু ঠিকঠাক থাকলে বুধ ও বৃহস্পতিবার নিজেদের নির্বাচনী কেন্দ্রে পা রাখতে পারেন মা-ছেলে৷ জানা গিয়েছে, দু’দিনের সফরে আমেথিতে জেলাপার্টির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন রাহুল গান্ধী৷ জেলার নজরদারি কমিটির সঙ্গেও বৈঠক করার

কেন আছে রায়বেরিলি-আমেথি? দুর্গ বাঁচাতে তৎপরতা মা ও ছেলের

নয়াদিল্লি: ভোট আসছে৷ ভোটের আগে নির্বাচনী কেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপরতা শুরু করে দিলেন ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সবকিছু ঠিকঠাক থাকলে বুধ ও বৃহস্পতিবার নিজেদের নির্বাচনী কেন্দ্রে পা রাখতে পারেন মা-ছেলে৷

জানা গিয়েছে, দু’দিনের সফরে আমেথিতে জেলাপার্টির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন রাহুল গান্ধী৷ জেলার নজরদারি কমিটির সঙ্গেও বৈঠক করার কথা তাঁর৷ রায়বেরিলিতেও জেলার মনিটরিং কমিটির সঙ্গে বৈঠক করবেন সোনিয়া৷ নিজেদের কেন্দ্রের ভোটব্যাঙ্ক ধরে রাখতেই মা-ছেলের এই কর্মসূচি বলে পর্যবেক্ষক মহলের ধারনা৷

উত্তরপ্রদেশে কংগ্রেসের বাদ দিয়েই জোট গঠন করেছে সপা-বসপা৷ শুধু সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নির্বাচনীক্ষেত্র দু’টিকে ছেড়ে রেখেছেন মায়াবতী ও অখিলেশ যাদব৷ ফলে, সপা-বসপার জোটের তোড়জোড় শুরু হতেই নিজের দুর্গা বাঁচাতে আপ্রাণ চেষ্টা শুরু করল গান্ধী পরিবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =