ভোপাল: বিজেপির মাধুরি দীক্ষিতের পাল্টা কি কংগ্রেসের করিনা কাপুর? অন্তত কংগ্রেসের অভ্যন্তরের খবর তেমনই৷ আসন্ন লোকসভা নির্বাচনে ভোপাল অর্থাৎ শ্বশুরবাড়ির কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে করিনা কাপুরকে দাঁড় কারানোর দাবি উঠছে দলে৷ ইতিমধ্যেই কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে সেই দাবি জানিয়ে চিঠি লিখেছেন মধ্যপ্রদেশ কংগ্রেসের যুবনেতা যোগেন্দ্র সিং গুড্ডু এবং অনাস খান৷
তাঁদের বক্তব্য, ১৯৮৪ সাল থেকে ভোপাল কংগ্রেসের হাতছাড়া। এবার সেই আসন ফেরাতে করিনা কাপুরকে দাঁড় করানো হোক। করিনা যুব সম্প্রদায়ের হার্টথ্রব। পাশাপাশি, তিনি ভোপালের পুত্রবধূ। তাঁর শ্বশুর নবাব মনসুর আলি খান পতৌদির বসতভিটে ভোপালে। ১৯৯১ সালে মনসুর আলি খান কংগ্রেসের টিকিটে ভোপাল থেকে লোকসভায় লড়েছিলেন। কিন্তু বিজেপির প্রার্থী সুশীলচন্দ্র বর্মার কাছে এক লক্ষের বেশি ভোটে পরাজিত হন৷ এবার পুত্রবধূর করিনার মাধ্যমে ভোপাল পুনরুদ্ধার করতে চাইছে কংগ্রেস।