নয়াদিল্লি: ‘বদলু রাম কা বাদান’, অসম রাইফেলসের জনপ্রিয় গানটি এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। পৃথিবীর অন্যতম দুর্গম তিব্বত মালভূমি অঞ্চল সুরক্ষার দায়িত্বে অসম রেজিমেন্টের জওয়ানরা। ১৬,২৪০ ফুটে উঁচুতে মাইনাস ৪০ ডিগ্রি ঠাণ্ডায় টিকে থাকা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব।
কিন্তু, সেই বিপদসংকুল বরফ ঢাকা প্রান্তরে সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছেন এই অকুতোভয় জওয়ানরা। এবারের ‘আর্মি ডে’তে সবাই সারিবদ্ধ হয়ে নিজেদের মতো করে গাইলেন সেই জনপ্রিয় গানটি। এমনিতেই জীবন যাত্রা সাঙ্ঘাতিক কষ্টের। প্রতি মুহূর্তে বিপদের হাতছানি। প্রাণের ঝুঁকি। তবুও এক সবাই মিলিত হয়ে একসঙ্গে আনন্দ করা সুযোগ ছাড়তে নারাজ জওয়ানরা। সেই আনন্দেরই বহিঃপ্রকাশ ঘটল গানটির মাধ্যমে। তবে শুধু সাময়িক আনন্দের জন্য নয়, নিজেদের চাঙ্গা রাখতে প্রায়শই মেতে ওঠেন এভাবে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।
The famous Assam regiment song. Badlu Ram ka badan zameen ke neeche hai aur humko uska ration milta hai. Even at 16,000 ft with temperatures dipping to -40 degrees these Indian Army @adgpi men are in high spirits. Lucky to witness this in North Sikkim Indo-China border pic.twitter.com/Ovnkig0Zua
— Abhishek Bhalla (@AbhishekBhalla7) January 16, 2019
Inside soldiers barrack: thats how keep motivated in such harsh terrain & weather at 16240 ft#PlateauWarriors #IndianArmy pic.twitter.com/lfoxKgBrFL
— Neeraj Rajput (@neeraj_rajput) January 17, 2019