তীরে এসে তরী ডুবতে পারে মোদির, ইঙ্গিত জনমত সমীক্ষায়

নয়াদিল্লি: মার্চ মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে লোকসভা ভোটের৷ অর্থাৎ এপ্রিল থেকেই ভোটের কাউন্টডাউন৷ ঠিক তার আগে দু’টি বড় রাজনৈতিক সিদ্ধান্ত নরেন্দ্র মোদির কপালের ভাঁজ আরও চওড়া করেছে৷ সর্বভারতীয় কয়েকটি চ্যানেলের করা জনমত সমীক্ষা সাফ দেখাচ্ছে, তীরে এসে তরী ডুবতে পারে মোদির৷ এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আসন্ন ভোটে ৫৪৩টি

ed712c141cc60b32b375220ff1d33b6d

তীরে এসে তরী ডুবতে পারে মোদির, ইঙ্গিত জনমত সমীক্ষায়

নয়াদিল্লি: মার্চ মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে লোকসভা ভোটের৷ অর্থাৎ এপ্রিল থেকেই ভোটের কাউন্টডাউন৷ ঠিক তার আগে দু’টি বড় রাজনৈতিক সিদ্ধান্ত নরেন্দ্র মোদির কপালের ভাঁজ আরও চওড়া করেছে৷ সর্বভারতীয় কয়েকটি চ্যানেলের করা জনমত সমীক্ষা সাফ দেখাচ্ছে, তীরে এসে তরী ডুবতে পারে মোদির৷

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আসন্ন ভোটে ৫৪৩টি আসনের মধ্যে পেতে চলেছে ২৩৩টি। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএর জন্য তারা ধরেছে ১৬৭টি আসন। পাশাপাশি আঞ্চলিক দলগুলির ঝুলিতে রয়েছে ১৪৩টি৷ ইন্ডিয়া টুডে-কার্বির সমীক্ষা অনুযায়ী, এনডিএর ভাগ্যে জুটছে ২৩৭টি আসন৷ শুধুমাত্র রিপাবলিক টিভির সমীক্ষায় বিজেপির আসন সংখ্যা কমলেও শেষমেশ মোদির জন্য প্রধানমন্ত্রীর আসনটি বরাদ্দ রয়েছে৷ কারণ তাদের সমীক্ষা অনুযায়ী, বিজেপি লোকসভা ভোটে এককভাবে পেতে চলেছে ২১৮টি আসন৷ সেক্ষেত্রে টিআরএস, বিজেডি এবং আর কয়েকটি ছোট দলের শক্তি যোগ করলেই এনডিএর আসন সংখ্যা হয়ে যাবে ২৮৪৷ এই সমীক্ষা অনুযায়ী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ এবং অন্যান্য আঞ্চলিক দলগুলি মিলেও সংখ্যাটা না কি ২৫৭ ছাড়াতে পারবে না৷ ভোট সমীকরণ যে পথে যাচ্ছে, তাতে বিজেপি অবস্থা যে খারাপ, তা একপ্রকার নিশ্চিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *