এই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিল নেতাজির প্রতিষ্ঠিত বাহিনী

নয়াদিল্লি: ৭০তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ-র চার সৈনিক৷ স্বাধীনতার পর এই প্রথম আইএনএ-র সৈনিকরা প্যারেডে অংশ নেন৷ এঁদের প্রত্যেকের বয়স ৯৭ থেকে ১০০ বছরের মধ্যে৷ খোলা জিপে করে রাজপথে অভিভাদন জানান তাঁরা৷ এই চার জনের মধ্যে ছিলেন ১০০ বছর বয়সী বাঘমল৷ ১৯৪২ সালে তিনি

804e49e9f1f1001bb02afcbb036d6dbb

এই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিল নেতাজির প্রতিষ্ঠিত বাহিনী

নয়াদিল্লি: ৭০তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ-র চার সৈনিক৷ স্বাধীনতার পর এই প্রথম আইএনএ-র সৈনিকরা প্যারেডে অংশ নেন৷ এঁদের প্রত্যেকের বয়স ৯৭ থেকে ১০০ বছরের মধ্যে৷ খোলা জিপে করে রাজপথে অভিভাদন জানান তাঁরা৷

এই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিল নেতাজির প্রতিষ্ঠিত বাহিনীএই চার জনের মধ্যে ছিলেন ১০০ বছর বয়সী বাঘমল৷ ১৯৪২ সালে তিনি আইএনএ-তে যোগ দেন৷ বাকি তিন জন হলেন পঞ্চকুলার ললিত রাম (৯৮), নারানুলের হিরা সিং এবং চন্ডীগড়ের প্রেমানন্দ যাদব৷ আর বাঘমলের হরিয়ানার মানেসরের বাসিন্দা৷ ১৯৪২ সালে আইএনএ-র প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু৷ ভারতকে স্বাধীন করতেই এই বাহিনী তৈরি করেছিলেন তিনি৷ পরে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাহিনীর দায়িত্ব নেন৷ আইএনএ-র ব্যপ্তি ভারত ছাড়িয়ে অন্যত্রও ছড়িয়ে ছিল৷

এদিন মহা সমারোহে রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পালিত হয়৷ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল অনুষ্ঠান৷ সকালেই দেশের নাগরিকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার গান্ধিজির জন্মের সার্ধ শতবর্ষ পূরণ হচ্ছে৷ তাঁর সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিশেষ সম্পর্ক ছিল৷ সেটা মনে রেখেই এবারের অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকাকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে৷ এদিকে প্রজাতন্ত্র দিসবের আগে তিন জনকে ভারতরত্ন দেওয়ার কথা জানানো হয়৷ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, নানাজি দেশমুখ এবং গায়ক ভূপেন হাজারিকা দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *