নয়াদিল্লি: মহাজোটকে ধাক্কা দিতে লোকসভা ভোটের সঙ্গেই প্রায় ৮টি রাজ্যের বিধানসভা ভোট করিয়ে নিতে চাইছে বিজেপি। আগামী এপ্রিল-মে মাসে লোকসভা ভোটের পাশাপাশি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিমের বিধানসভা ভোট হওয়ার কথাই রয়েছে। কারণ ওইসব রাজ্যের বিধানসভার মেয়াদও সমাপ্ত হচ্ছে মে-জুন মাসেই।
কিন্তু এবার এই রাজ্যগুলির পাশাপাশি আরও কিছু রাজ্যকে যুক্ত করতে চাইছে বিজেপি। ওই রাজ্যগুলিতে শাসক দল বিজেপি। তাই লোকসভা ভোটের পর যদি বিজেপির ফলাফল খারাপ হয় তাহলে আগামীদিনে ওইসর রাজ্যে ভোট হলে সেই প্রভাব পড়তে পারে। সেই আশঙ্কায় একইসঙ্গে এইসব রাজ্যের ভোটও হয়ে যেতে পারে। যে রাজ্যগুলির ভোট লোকসভা নির্বাচনের সঙ্গে যুক্ত করা হতে পারে সেগুলি হল মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং জম্মু কাশ্মীর।
এই চার রাজ্যের মধ্যে প্রথম তিনটিতে সরকারে রয়েছে বিজেপি। সম্প্রতি বিজেপি শাসিত তিনটি রাজ্যই হাতছাড়া হয়েছে গেরুয়া বাহিনীর। চলতি বছরের শেষার্ধে এই তিন রাজ্যের ভোট হওয়ার কথা। কিন্তু অতদিন পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই লোকসভা ভোটের সঙ্গেই এই রাজ্যগুলির ভোট করিয়ে নিতে চায় বিজেপি।