লখনউ: বায়ুসেনার হিন্দন এয়ারফোর্স স্টেশনকে অসামরিক বিমান ওঠা-নামার জন্য ব্যবহার করা হবে। এবছরের মার্চ থেকে চালু হয়ে যাবে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বায়ুসেনার এই ঘাঁটি। ঘোষণা কেন্দ্রের।
সূত্রের খবর, বিমান ঘাঁটির একটি অংশকে ‘সিভিল এনক্লেভ’ হিসেবে ব্যবহার করা হবে। অর্থাত্, সেনা ঘাঁটির একটি বিশেষ অংশে অসামরিক বিমান ওঠা-নামার অনুমতি দেওয়া হবে। এরফলে আঞ্চলিক উড়ান যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে মনে করছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। প্রসঙ্গত, নিউ দিল্লি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই হিন্দোন ঘাঁটি। প্রায় ৫৫ বর্গকিলোমিটার এলকা। যাকে এশিয়ার অন্যতম বৃহত্তম বিমন ঘাঁটিও বলা হয়। ওয়েস্টার্ণ এয়ার কমাণ্ডের অধীনে রয়েছে এই বিমান ঘাঁটি।