কলকাতা: কলকাতা হাই কোর্ট থেকে অবসর নিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ যোগ দিচ্ছেন রাজনীতিতে৷ রবিবার ইস্তফা দেওয়ার কথা করতেই শুরু হয় জোর চর্চা৷ তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ দীর্ঘ একটি পোস্টও করেছেন৷ তাঁর কথায়, “এই ধরনের মানুষ রাজনীতিতে এলে ভাল”। কিন্তু কুণালের এই বক্তব্য প্রসঙ্গে কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে তাঁকে কুণালের শুভেচ্ছাবার্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এটুকু বলতে পারি যে, কুণালবাবুর সঙ্গে আমার হাই কোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যদিও তা রাজনীতি নিয়ে নয়, সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে বেশ ভালো লেগেছে। কুণাল ঘোষ মুখপাত্র হিসাবে যতই আমাকে আক্রমণ করে থাকুন, কুণালবাবুক মানুষ হিসাবে ভাল৷”
যদিও কুণালকে নিয়ে এই মন্তব্যের আগে বিচারপতি বলেন, ‘‘আমার সিদ্ধান্তের জন্য শাসকদলের কিছু নেতাকে বিশেষ ভাবে অভিনন্দন জানাতে চাই। তাঁরা মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন৷ আমি সেই আহ্বানে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিলাম।’’