নয়াদিল্লি: কালো টাকা রুখতে নোটবন্দি কার্যকর হয়েছে৷ অন্ত্রবর্তী বাজেট বক্তৃতায় দাবি করেছেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল৷
তাঁর দাবি, নোটবন্দির পর ১ কোটি বেশি লোক প্রথমবার আয়কর দিচ্ছে৷ ফলে আয় বেড়েছে সরকারের৷ তাঁর দাবি, বেড়েছে জিডিপির হার৷ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সফল কেন্দ্র৷ চলতি লেনদেনে ঘাটতি কমে হয়েছে ২.৫ শতাংশ৷ দেশে ২১৯ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে৷ বিশ্বের অর্থনীতিতে দেশের স্থান ষষ্ঠ৷ এফডিআইতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়ে হল ৩ লক্ষ কোটি টাকা৷ প্রয়োজনে আরও বাড়বে বরাদ্দ৷ সংসদে বাজেট পেশ করে জানালেন কেন্দ্রের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী৷