বেঙ্গালুরু: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। শুক্রবার বেঙ্গালুরুর কাছে ভেঙে পড়ল একটি মিরাজ ২০০০ বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলটের। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বেঙ্গালুরু সংলগ্ন ইয়েমালুয়ারের হ্যাল বিমানবন্দর থেকে টেক অফ করে বিমানটি।
কিন্তু ওড়ার প্রায় সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে সেটি। জ্বলন্ত বিমান থেকে দুই পাইলটকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। জানা গিয়েছে, মিরাজ ২০০০ বিমানটি এখনও পরীক্ষার স্তরেই ছিল। বিমানবাহিনীর কাজে লাগানো হয়নি সেটিকে। কীভাবে বিমানটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বলে বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে।