নয়াদিল্লি: অন্তর্বর্তীকালীন বাজেটকে ‘নির্বাচনী বাজেট’ বললেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ শুক্রবার সংবাদমাধ্যমে মনমোহন সিং বলেন, ‘‘বাজেটে যেভাবে কৃষক থেকে মধ্যবিত্তদের জন্য চমক দেওয়া হয়েছে, ভোটে তার প্রভাব পড়বে৷’’ তাঁর কথায় বর্তমান পরিস্থিতি যা তাতে কৃষকদের সাহায্য ও মধ্যবিত্তদের কর ছাড় প্রভাব পড়বে ভোটের উপর৷
প্রধানমন্ত্রী হওয়ার আগে নরসিমা রাওয়ের সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মনমোহন সিং৷ আর ভারতকে মুক্ত বাণিজ্যের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা আছে তাঁর৷ ১৯৯১ সালে তিনিই ছিলেন দেশের অর্থমন্ত্রী৷ এছাড়া একটা সময় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরেরও দায়িত্ব সামলেছেন তিনি৷