মুম্বই: জনপ্রিয় মোবাইল গেম PUBG নিষিদ্ধ করার দাবিতে বম্বে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল বছর ১১ কিশোর৷ আহাদ নিজাম নামের কিশোর জনস্বার্থে মামলা দায়ের করেছে৷ মামলা দায়ের পর সংবাদমাধ্যমে কিশোরের মন্তব্য, ‘‘এই খেলা হিংস্র মনোভাব, সাইবার-গুন্ডামি প্রচার করছে৷ আদালতে জনস্বার্থ মামলায় মহারাষ্ট্র সরকারকে PUBG নিষিদ্ধ করার নির্দেশ দেওয়ার আবেদন জানিছি৷’’
আবেদনকারীর আইনজীবী তানভীর নিজাম বলেন, ‘‘এই ধরনের সহিংস অনলাইনের মাধ্যমে কিশোর মোনে প্রভাব ফেলছে৷ ফলে, অনলাইন বিষয়বস্তুর সাময়িক পরীক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারকে একটি অনলাইন আইন পর্যালোচনা কমিটি গঠনের দাবি জানানো হয়েছে৷’’ প্রধান বিচারপতি এনএইচ পাটলের নেতৃত্বে একটি বেঞ্চে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে৷
PUBG বা ‘PlayerUnknown’s Battlegrounds’ একটি অনলাইন গেম৷ যেখানে ১০০ জন খেলোয়াড় যুদ্ধক্ষেত্রে লড়াই করে, যেখানে একমাত্র জীবিত বিজয়ী হয়৷ জনস্বার্থ মামলায় PUBG গেমের উল্লেখ করা হয়েছে উল্লেখ করে৷ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে বৈঠকেও PUBG মোবাইল গেম আসক্তির প্রসঙ্গ এসেছিল৷