#Budget2019: মোদির বাজেটে কী পেলেন দেশের মহিলারা? কতটা হল বরাদ্দ?

আজ বিকেল: শুধু কৃষক বা মধ্যবিত্তের মনই নয় লোকসভা নির্বাচনের আগে দেশের মহিলা মহলের হৃদয় জিততে বদ্ধ পরিকর কেন্দ্রের বিজেপি সরকার। তাই ২০১৯-এর অন্তর্বর্তীকালীন বাজেটে রইল তারই প্রতিচ্ছবি। মহিলাদের জন্য জনমোহিনী বাজেট পেশ করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। ঘরে বাইরে মহিলাদের আগামীর পথচলা সুরক্ষিত করতে এবারের বাজেটে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৩৩০ কোটি টাকা। মূলত

#Budget2019: মোদির বাজেটে কী পেলেন দেশের মহিলারা? কতটা হল বরাদ্দ?

আজ বিকেল: শুধু কৃষক বা মধ্যবিত্তের মনই নয় লোকসভা নির্বাচনের আগে দেশের মহিলা মহলের হৃদয় জিততে বদ্ধ পরিকর কেন্দ্রের বিজেপি সরকার। তাই ২০১৯-এর অন্তর্বর্তীকালীন বাজেটে রইল তারই প্রতিচ্ছবি। মহিলাদের জন্য জনমোহিনী বাজেট পেশ করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। ঘরে বাইরে মহিলাদের আগামীর পথচলা সুরক্ষিত করতে এবারের বাজেটে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৩৩০ কোটি টাকা। মূলত ১৭৪ কোটির নিরিখে দেশের মহিলাদের সংখ্যা পর্যালোচনা করেই এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

মূলত মহিলাদের জন্যই রান্নার গ্যাসের উজ্জ্বলা যোজনা চালু করেছে কেন্দ্র। এই যোজনার আওতায় দেশের আট কোটি মহিলাকে অন্তর্ভুক্ত করার কথা বলে হয়েছে। ইতিমধ্যেই ৬ কোটি মহিলার কাছে সরকারি গ্যাস পৌঁছে গিয়েছে। চলতি বছরেই বাকিদের কাছে গ্যাস পৌঁছে দেওয়া হবে। বাজেট পেশের সময় মহিলাদের উত্তরণ প্রসঙ্গে এসে গোয়েল জনধন যোজনার কথা তোলেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই প্রকল্পে মহিলারাই সবথেকে বেশি লাভবান হয়েছেন। মুদ্রা যোজনায় ৭০ শতাংশ বেনিফিশিয়ারি দেশের মহিলারা, তাঁরা বিনা সুদে পরিশোধ যোগ্য ঋণও পাচ্ছেন। সেই টাকাতেই মহিলারা নিজেদের স্বাধীন ব্যবসা শুরু করতে পারেন। একই সঙ্গে চাকরিজীবী মহিলাদের কথা ভেবে ২৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আওতায় এই সব ভাবি মায়েরা ছুটিতে থেকেও বেতন পাবেন।

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে কেন্দ্রের এই জনমুখী বাজেট নিয়ে জোর তরজা শুরু হয়েছে। গোয়েলের বাজেটকে কৌশলী আখ্যা দিয়েছে কংগ্রেস। রাজ্যের বাজেট চুরি করেছে কেন্দ্র,এমনই মত তৃণমূল নেত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 18 =