নয়াদিল্লি: শুক্রবার তখনও চলছে মোদির সরকার ২০১৯ সালের অন্তর্বর্তীকালীন বাজেট অধিবেশ৷ বাজেটে কী থাকছে, তা জানতে যখন সারাদেশের নজর যখন রাজধানী দিল্লিতে, ঠিক তখনই সংসদের মধ্যে নেচে উঠলেন মোদির মন্ত্রী স্মৃতি ইরানি৷
জানা গিয়েছে, বাজেট অধিবেশনের পর মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়৷ এই মধ্যাহ্নভোজে একই সঙ্গে দলবেঁধে খেতেও যান মহিলা সাংসদও৷ ছিলেন মন্ত্রী স্মৃতি ইরানি৷ এদিন গান গেয়ে বাকি মহিলা সাংসদের নিয়ে নেচে ওঠেন তিনি৷ আকালি দলের সাংসদ হরসিমরত কৌর তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন৷
এই ভিডিওটিতে দেখা যাচ্ছে বাজেটের সময়ের ওই স্বল্প বিরতিতেই মহিলা সাংসদরা মিলে বেশ নেচে নিয়েছেন কয়েক দফা! হরসিমরত কৌর ছাড়াও ভারতীয় জনতা পার্টির মহিলা সাংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী ও সাংসদ কিরণ খেরও উপস্থিত ছিলেন সেই সময়৷ স্মৃতি, হরসিমরত ও কিরণ খের মধ্যাহ্নভোজের বিরতিতে এক অন্যের হাত ধরে গিদ্দা নাচ করছেন৷ বাজেটের চাপের মাঝেও তাঁদের এই নাচের অবসরের ভিডিও স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে গিয়েছে৷ উঠেছে সমালোচনার ঝড়৷
Life worked its magic on us yesterday afternoon, when a routine lunch became a trip to childhood. @smritiirani @KirronKherBJP @AnupriyaSPatel @KanimozhiDMK @supriya_sule pic.twitter.com/PEyJMEzL7r
— Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) February 1, 2019