বিহার: রেল বাজেট পেশের ৮৪ ঘণ্টার মধ্যে ভয়াবহ রেল দু্র্ঘটনা৷ রবিবার সাতসকালে রেল দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ছ’য় যাত্রীর মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী৷ এদিন ভোর ৩টে ৫৮ মিনিটে বিহারের হাজিপুরে কাছে দুর্ঘটনার কবলে পড়ে সীমাঞ্চল এক্সপ্রেস৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন সকালে বৈশালীর হাজিপুরের কাছে দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়ে যায়৷ উল্টে যায় তিনটি বগি৷ ঘুমন্ত অবস্থায় দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ছ’জন রেল যাত্রী৷ জানা গিয়েছে, বিহারের বৈশালী জেলার হাজিপুরে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি৷ ভোরের আলো ফোটার আগে তখনও ট্রেনের মধ্যে ঘুমিয়ে ছিলেন অধিকাংশ যাত্রী৷ কিন্তু, নেমে আসে বিপর্যয়৷ মুহূর্তেই দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের নয়টি কামরা বেলাইন হয়ে যায়৷
Piyush Goyal Office: Railway Minister is in touch with Railway Board members & GM of East Central Railway (ECR) regarding #Seemanchalexpress accident. He has expressed profound grief over loss of innocent lives in this tragic accident&wished speedy recovery for injured.(File pic) pic.twitter.com/d37aE2Bafn
— ANI (@ANI) February 3, 2019
রেল সূত্রে খবর, সীমাঞ্চল এক্সপ্রেসের এসি কামরা বি-৩, স্লিপার কামরা এস-৮, এস-৯, এস-১০-সহ ১১টি কামরা লাইনচ্যুত হয়েছে৷ শুরু হয়েছে যাত্রীদের উদ্ধার করার কাজ৷ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রিলিফ ট্রেন৷ রেল যাত্রীদের জন্য শোনপুর, হাজিপুর ও বরাউনিতে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে৷ নম্বরগুলি হল ০৬১৫৮২২১৬৪৫, ০৬২২৪২৭২২৩০, ০৬২৭৯২৩২২২২৷ গোটা পরিস্থিতির উপর রেলমন্ত্রক নজর রাখছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী৷
#SpotVisuals: 9 coaches of #SeemanchalExpress derailed in Bihar’s Sahadai Buzurg, earlier this morning. 6 people have lost their lives in the incident. pic.twitter.com/wQgNwiieSD
— ANI (@ANI) February 3, 2019