বিহার: রেল বাজেট পেশের ৮৪ ঘণ্টার মধ্যে ভয়াবহ রেল দু্র্ঘটনা৷ রবিবার সাতসকালে রেল দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ছ’য় যাত্রীর মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী৷ এদিন ভোর ৩টে ৫৮ মিনিটে বিহারের হাজিপুরে কাছে দুর্ঘটনার কবলে পড়ে সীমাঞ্চল এক্সপ্রেস৷ দুর্ঘটনার পরপরই মৃত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের ঘোষণা করেছে বিহার সরকার৷ এদিন রেল সূত্রে জানানো হয়েছে, মৃত ৭ যাত্রীর মধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে৷ মৃতদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিন বাসিন্দা৷ তাঁদের পরিচয় জোগাড় করে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন রেল আধিকারিক বিজয় সিনহা৷
Vijay Sinha, SDRF Commandant: Out of 7 casualties, 6 bodies identified; 3 are from Bengal & 3 are from Khagaria (Bihar). State govt has done the arrangements for the bodies to be sent to their families in Bengal&Khagaria after post-mortem. Rescue operation on. #SeemanchalExpress pic.twitter.com/GbhW2TyxjO
— ANI (@ANI) February 3, 2019
সোমবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘‘এটা খুবই দুঃখজনক ঘটনা৷ আমরা বিহার সরকারের তরফে মৃতদের পরিবার ৪ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করব৷’’ এদিনের এই দুর্ঘটনায় সমবেদনা জানান প্রধানমন্ত্রী৷ মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার বার্তাও দেন৷ বিহার সরকারের তরফে অর্থ সহযোগিতা করা হলেও রেলের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি৷
PM Modi: Deeply anguished by loss of lives due to the derailment of coaches of #SeemanchalExpress. My thoughts are with the bereaved families. May the injured recover quickly.Railways, NDRF&local authorities are providing all possible assistance in wake of the accident (File pic) pic.twitter.com/HcLlWNCpap
— ANI (@ANI) February 3, 2019
সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন সকালে বৈশালীর হাজিপুরের কাছে দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়ে যায়৷ উল্টে যায় তিনটি বগি৷ ঘুমন্ত অবস্থায় দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ছ’জন রেল যাত্রী৷ জানা গিয়েছে, বিহারের বৈশালী জেলার হাজিপুরে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি৷ ভোরের আলো ফোটার আগে তখনও ট্রেনের মধ্যে ঘুমিয়ে ছিলেন অধিকাংশ যাত্রী৷ কিন্তু, নেমে আসে বিপর্যয়৷ মুহূর্তেই দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের নয়টি কামরা বেলাইন হয়ে যায়৷
রেল সূত্রে খবর, সীমাঞ্চল এক্সপ্রেসের এসি কামরা বি-৩, স্লিপার কামরা এস-৮, এস-৯, এস-১০-সহ ১১টি কামরা লাইনচ্যুত হয়েছে৷ শুরু হয়েছে যাত্রীদের উদ্ধার করার কাজ৷ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রিলিফ ট্রেন৷ রেল যাত্রীদের জন্য শোনপুর, হাজিপুর ও বরাউনিতে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে৷ নম্বরগুলি হল ০৬১৫৮২২১৬৪৫, ০৬২২৪২৭২২৩০, ০৬২৭৯২৩২২২২৷ গোটা পরিস্থিতির উপর রেলমন্ত্রক নজর রাখছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী৷