কলকাতা: সালটা ছিল ২০০৬৷ ৪ঠা ডিসেম্বর৷ সিঙ্গুরে জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় মেট্রো চ্যানেলে বিশাল মঞ্চ বেঁধে ‘আমরণ অনশনে’ বসেছিলেন৷ সেই অনশন চলেছিল পঁচিশ দিন৷ এবার ৩ ফেব্রুয়ারি৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসে ‘সংবিধান বাঁচাতে’ ফের কলকাতার রাজপথে ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের নেতামন্ত্রীদের সঙ্গে প্রশাসনিক শীর্ষ কর্তাদের পাশে বসিয়ে তৃণমূলের ব্যানারে ফের মেট্রো চ্যানেলে ধর্না শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার রাজীব কুমারের বাঙলোয় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘আমি এর বিহিত চাই৷ আমি সংবিধান বাঁচাতে এই ধর্নায় বসব৷’’
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই মমতার পাশে এসে দাঁড়ান মহাজোটের নেতারা৷ গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ফোন করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমর আবদুল্লা৷ এদিন সন্ধ্যায় টুইট করে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দেন৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু টুইটারে লেখেন, ‘‘এই ঘটনার তীব্র নিন্দা করি৷ বাংলার মুখ্যমন্ত্রী সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে রক্ষা করতে নেমেছেন৷ আমরা তাঁর পাশে আছি৷’’
We strongly condemn the incidents happening in Kolkata, a glaring example of how Modi-Shah duo are destroying the institutions. Attacking political opponents in different States, few days before the Parliament elections commence, will have disastrous consequences in the country.
— N Chandrababu Naidu (@ncbn) February 3, 2019
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া টুইটা করে বলেন, ‘‘পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করতে সিবিআই হানা বাংলায়! এই মুহূর্তে ওখানে যা হচ্ছে, তাতে হতবাক আমি৷ জরুরি অবস্থার সময় এরকম অসাংবিধানিক আচরণ ঘটত৷ এখন বাংলায় সেই পরিস্থিতি তৈরি হয়েছে৷’’
I am shocked learning about the CBI rushing to arrest the Police Commissioner and subsequent developments in West Bengal. The country has faced similar kind of unconstitutional methods during the Emergency.
Situation in WB is similar to that of the emergency days.#SaveDemocracy— H D Devegowda (@H_D_Devegowda) February 3, 2019
মমতাকে সমর্থন করে টুইট করলেন অখিলেশ যাদব৷ লেখেন, ‘‘দেশে উৎপীড়ন চালাচ্ছে বিজেপি সরকার৷ সিবিআইয়ের অপব্যবহার করছে৷ দেশের সংবিধান ও মানুষের স্বাধীনতা বিপন্ন হতে বসেছে৷ এই নিপীড়ণের বিরুদ্ধে যে ভাবে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে পূর্ণ সমর্থন রয়েছে আমার৷’’
भाजपा सरकार की उत्पीड़नकारी नीतियों और CBI के खुलेआम राजनीतिक दुरुपयोग के कारण जिस तरह देश, संविधान और जनता की आज़ादी ख़तरे में है, उसके ख़िलाफ़ ममता बनर्जी जी के धरने का हम पूर्ण समर्थन करते हैं.
आज देश भर का विपक्ष और जनता अगले चुनाव में भाजपा को हराने के लिए एकजुट है.
— Akhilesh Yadav (@yadavakhilesh) February 3, 2019
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ লেখেন, ‘‘দেশের গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা করছেন মোদীজি৷ কয়েক বছর আধা সামরিক বাহিনী পাঠিয়ে দিল্লির অপরাধ দমন শাখাকে আটক করিয়েছিলেন৷ আজ আবার এই ঘটনা ঘটিয়েছেন৷ মোদী-শাহ জুটি ভারতের গণতান্ত্রিক শাসনব্যবস্থার জন্য বিপজ্জনক৷ এই ঘটনার তীব্র নিন্দা করছি৷’’
Modi ji has made a complete mockery of democracy and federal structure. Few years back, Modi ji captured Anti- Corruption Branch of Del govt by sending paramilitary forces. Now, this. Modi-Shah duo is a threat to India and its democracy. We strongly condemn this action https://t.co/Vay723LON9
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 3, 2019
কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে আচমকা সিবিআই হানার তীব্র বিরোধিতা তৃণমূল নেতৃত্বের৷ রবিবার সন্ধেয় রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআই৷ শেক্সপিয়র সরণি ও পার্কস্ট্রিট থানাতেও যায় তারা৷ এরপরেই টুইট করেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন৷ তাঁর অভিযোগ, নির্বাচিত সরকারের বিরুদ্ধে পরিকল্পনা করে সাংবিধানিক আক্রমণ করা হচ্ছে৷ টুইট বার্তায় ডেরেক ও’ব্রায়েন জানান, সোমবারই সংসদে তৃণমূল সাংসদরা মোদি হঠানোর দাবি তুলবেন৷ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে গণতন্ত্রকে রক্ষায় আবেদন জানাবেন তাঁরা৷
BJP planning a constitutional coup ? 40 CBI officials surround Kolkata Police Commissioner’s home. Destruction of institutions goes on unabated. Our demand in #Parliament on Mon. Modi has to go. We are reaching out and sharing this with all Oppn parties who want to #SaveDemocracy
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) February 3, 2019