এবার ঐতিহাসিক সৌধ ধ্বংসের চেষ্টা

বল্লারি: কর্নাটকের হাম্পির ঐতিহাসিক ধ্বংসস্তূপে ভাঙচুরের ভিডিও নিয়ে তোলপাড় গোটা দেশ। ইউনেস্কো ঘোষিত বিশ্ব প্রত্নতাত্ত্বিক এই সৌধের এরকটি থাম তিনজন মিলে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি কবে তোলা হয়েছে তা জানা যায়নি। বল্লারির পুলিশ সুপার অরুণ রঙ্গরাজন জানিয়েছেন, এতে চার থেকে পাঁচজন জড়িত। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। কয়েক বছর

এবার ঐতিহাসিক সৌধ ধ্বংসের চেষ্টা

বল্লারি: কর্নাটকের হাম্পির ঐতিহাসিক ধ্বংসস্তূপে ভাঙচুরের ভিডিও নিয়ে তোলপাড় গোটা দেশ। ইউনেস্কো ঘোষিত বিশ্ব প্রত্নতাত্ত্বিক এই সৌধের এরকটি থাম তিনজন মিলে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি কবে তোলা হয়েছে তা জানা যায়নি।

বল্লারির পুলিশ সুপার অরুণ রঙ্গরাজন জানিয়েছেন, এতে চার থেকে পাঁচজন জড়িত। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। কয়েক বছর আগে ড্রোনে তোলা একটি ছবিতে দেখা গিয়েছে, একটি থাম পডে় গিয়েছে। এখন দেখা যাচ্ছে, ১৪টি থাম পড়ে গিয়েছে। ২৬ বর্গ কিলোমিটার বিস্তৃত হাম্পির এই ঐতিহাসিক নির্মাণ পৃথিবীর সবথেকে বড় নির্দশন। খৃষ্টপূর্ব ১৫০০ নাগাদ হাম্পিতে ১০ লাখ মানুষের বাস ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *