মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি টাকার ‘অবৈধ’ লেনদেন, তদন্ত চেয়ে DG-কে চিঠি মমতার

মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি টাকার ‘অবৈধ’ লেনদেন, তদন্ত চেয়ে DG-কে চিঠি মমতার

aff8eb2fccf45b89905717025ca2d780

কলকাতা: সামনেই লোকসভা ভোট। ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী৷ সোমবার রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ এরই মধ্যে সামনে এল মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অবৈধ’ লেনদেনের অভিযোগ। তদন্ত চেয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি পাঠালোন খোদ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি জানান, মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অবৈধ’ ভাবে কোটি টাকা জমা পড়েছে। সেই বিষয়ে তদন্ত চেয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। 

মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আয়–ব্যয়ের হিসাব কষে প্রত্যেক বছর আয়কর রিটার্ন জমা দেন মমতাবালা। প্রয়াত বীণাপাণি দেবী স্বাক্ষর করে তাঁকে সেই দায়িত্ব দিয়ে গিয়েছেন। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অবৈধ’ লেনদেন হয়েছে বলেই অভিযোগ৷ যার জেরে কোটি টাকা জমা পড়েছে। তাই তদন্ত চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে এই চিঠি পাঠান তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *