সংসদে দাঁড়িয়ে রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাজনাথের

নয়াদিল্লি: এবার সংসদে দাঁড়িয়ে রাজীব কুমারের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সোমবার লোকসভায় রাজনাথ সিং জানান, এর আগেও তাঁকে বারংবার ডাকা হলেও তিনি অহযোগিতা করেছেন৷ এদিন রাজনাথ বলেন, পশ্চিবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী মুখ্যসচিব মলয় দে ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে তলব করে সমাস্য সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন৷ লোকসভার অধ্যক্ষকে রাজনাথ

8660282e5aba3b57a155ab06ec1b2fd2

সংসদে দাঁড়িয়ে রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাজনাথের

নয়াদিল্লি: এবার সংসদে দাঁড়িয়ে রাজীব কুমারের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সোমবার লোকসভায় রাজনাথ সিং জানান, এর আগেও তাঁকে বারংবার ডাকা হলেও তিনি অহযোগিতা করেছেন৷ এদিন রাজনাথ বলেন, পশ্চিবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী মুখ্যসচিব মলয় দে ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে তলব করে সমাস্য সমাধানে  যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন৷ লোকসভার অধ্যক্ষকে রাজনাথ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সারদা চিটফান্ড কাণ্ডের তদন্ত শুরু হয়েছে৷ পুলিশ কমিশনার আগেও একাধিকবার সমন পেলেও হাজির হননি৷’’

লোকসভায় যখন নিজের মন্তব্য পেশ করেছেন রাজনাথ, ঠিক তখনই ‘সিবিআই চোর’ বলে তীব্র স্লোগান তুলতে থাকেন তৃণমূল সাংসদরা৷ সাংসদের চিৎকারে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন অধ্যক্ষ৷ বলেই বসেন, অভাবে কী আর অধিবেশ চালানো যায়৷ তৃণমূল সাংসদের তিরস্কার করে দুপুর দুটো পর্যন্ত সভা মুলতুবি করে দেন তিনি৷

শুধু রাজনাথ সিং নন, রাজীব কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সিবিআই প্রধান এম নাগেশ্বর রাও৷ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সৎ, নিষ্ঠাবান ও সাহসী অফিসার বলে রবিবার মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সংবাদসংস্থা এএনআইকে রবিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সিবিআই প্রধান এম নাগেশ্বর রাও জানান, চিটফান্ড কেলেঙ্কারির তথ্য ও প্রমাণ লোপাট করেছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার৷ এ ব্যাপারে তাঁদের কাছে প্রমাণ রয়েছে৷

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নাগেশ্বর রাও বলেছেন, চিটফান্ড তদন্তে এর আগে রাজ্য সরকার স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করেছিল৷ তার নেতৃত্বে ছিলেন রাজীব কুমার৷ পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড মামলার তদন্তভার পেয়েছিল সিবিআই৷ নাগেশ্বর রাওয়ের কথায়, রাজীব কুমারের নেতৃত্বে এসআইটি তদন্ত করার সময় প্রচুর নথিপত্র, কম্পিউটার, ইলেকট্রনিক তথ্য ও প্রমাণ, সিডিআর ইত্যাদি বাজেয়াপ্ত করেছিল৷ সিবিআই তদন্ত ভার হাতে পাওয়ার পর এসআইটি সেগুলি তাঁদের হস্তান্তর করেনি৷  গত কয়েক বছর ধরে এ জন্য তাঁরা রাজীব কুমার ও রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন৷ কিন্ত তাতেও লাভের লাভ কিছুই হয়নি৷ সেই কারণেই তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন৷ তার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সবাই যেন তদন্তে সহযোগিতা করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *