জনগণের টাকা লুট, দোষীরই বিচার চাইল পলিট ব্যুরো

নয়াদিল্লি:সারদা কেলেঙ্কারিতে সিবিআই ও রাজ্য পুলিশের টানাপড়েন প্রসঙ্গে দোষীদের বিচার চাইল সিপিএম পলিট ব্যুরো৷ দাবি করা হয়েছে, এই সমস্ত দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং মানুষের টাকা লুট করা টাকা সুদ সমেত ফেরত দিতে হবে৷ সোমবার এক বিবৃতিতে পলিট ব্যুরোর তরফে জনানো হয়েছে, ‘‘সারদা, রোজ ভ্যালি প্রভৃতির মতো চিটফান্ড কোম্পানিগুলি মানুষের থেকে কোটি কোটি টাকা লুট

জনগণের টাকা লুট, দোষীরই বিচার চাইল পলিট ব্যুরো

নয়াদিল্লি:সারদা কেলেঙ্কারিতে সিবিআই ও রাজ্য পুলিশের টানাপড়েন প্রসঙ্গে দোষীদের বিচার চাইল সিপিএম পলিট ব্যুরো৷ দাবি করা হয়েছে, এই সমস্ত দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং মানুষের টাকা লুট করা টাকা সুদ সমেত ফেরত দিতে হবে৷

সোমবার এক বিবৃতিতে পলিট ব্যুরোর তরফে জনানো হয়েছে, ‘‘সারদা, রোজ ভ্যালি প্রভৃতির মতো চিটফান্ড কোম্পানিগুলি মানুষের থেকে কোটি কোটি টাকা লুট হয়েছে৷ সেই লুটের চক্রান্ত উন্মোচন করতে ২০১৪ সালে সুপ্রিম কোর্ট সিবিআই-কে তদন্ত করতে নির্দেশ দিয়েছিল৷ বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও গত পাঁচ বছর ধরে মোদী সরকার এব্যাপারে কিছুই করেননি৷ সেই সময়কালে এই কেলেঙ্কারিগুলিতে মূল অভিযুক্ত হিসেবে সাংসদ মুকুল রায় ও হেমন্ত শর্মার মতো তৃণমূল কংগ্রেসের এমন অনেক নেতারই নাম উঠে এসেছে, যাঁরা এখন বিজেপি-তে চলে গিয়েছে৷ সুস্পষ্টভাবেই বিজেপি আর তৃণমূল এই লুঠের মাল ভাগাভাগি করে নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশিত তদন্তের গতিকে মন্থর করে দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =