পাটনা: লোকসভা নির্বাচন ঘোষণার আর মাত্র একমাস বাকি৷ এই এক মাসে যে কোনও কিছু হতে পারে৷ কেন্দ্রে বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না প্রসঙ্গে বলতে গিয়ে এমনই আশঙ্কা প্রকাশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ যদিও মোদি সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরাতে চান, এমন সম্ভাবনা খারিজ করে দিয়েছেন তিনি৷
নিজের জনসংযোগ কর্মসূচি ‘লোক সংবাদ’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রে বিজেপির জোটসঙ্গী জেডি(ইউ) প্রধান৷ সেখানে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে৷ বিহারের মুখ্যমন্ত্রী জানান, ‘সিবিআই ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে যা চলছে তা ওঁরাই ভালো বলতে পারবেন৷ আমি অন্যদের নিয়ে কোনও মন্তব্য করি না৷ কিন্তু এসবই একমাসের ব্যাপার, যতদিন না নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করছে এবং আদর্শ আচরণবিধি লাগু হচ্ছে৷ এই একমাসে আমরা যে কোনও কিছুরই সাক্ষী থাকতে পারি৷ এসব ঘটনাকে ধৈর্যের সঙ্গে সামলাতে হবে৷’