নয়াদিল্লি: টি-ব্যাগে স্টেপল পিন ব্যবহার নিষিদ্ধ করল কেন্দ্র৷ গত ৩০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে নয়া বিধি৷ দেশের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই (ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্সস অথরিটি অব ইন্ডিয়া) এক নির্দেশিকা জারি করে ৩০ জানুয়ারির পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়ে দিয়েছে৷
সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে গত বছরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ ফুড বিজনেস অপারেটর (এফবিও)-দের বলা হয়েছে, ৩০ জানুয়ারির পর স্টেপল পিন দেওয়া টি-ব্যাগ তৈরি, মজুত, বিতরণ, বিক্রি এবং আমদানি বেআইনি বলে গণ্য হবে৷