কেরলে বন্যাত্রাণে বিমানবাহিনীর বিল ১০২ কোটি

নয়াদিল্লি: কেরলে বন্যাত্রাণে বিমানবাহিনীর বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য সে রাজ্যের সরকারের কাছে ১০২ কোটি ৬০ লাখ টাকার বিল পাঠিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে। তিনি জানান, কেরলে বন্যার সময় বিমানবাহিনী বিমানে ৫১৭ বার গিয়েছে। উদ্ধার করেছে ৩৭৮৭ জনকে। হেলিকপ্টারে ৬৩৪ বার উড়েছে। উদ্ধার করেছে ৫৮৪ জনকে। বিমানবাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং

কেরলে বন্যাত্রাণে বিমানবাহিনীর বিল ১০২ কোটি

নয়াদিল্লি: কেরলে বন্যাত্রাণে বিমানবাহিনীর বিমান ও হেলিকপ্টার ব্যবহারের জন্য সে রাজ্যের সরকারের কাছে ১০২ কোটি ৬০ লাখ টাকার বিল পাঠিয়েছে কেন্দ্র।

রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে। তিনি জানান, কেরলে বন্যার সময় বিমানবাহিনী বিমানে ৫১৭ বার গিয়েছে। উদ্ধার করেছে ৩৭৮৭ জনকে। হেলিকপ্টারে ৬৩৪ বার উড়েছে। উদ্ধার করেছে ৫৮৪ জনকে। বিমানবাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এবং নৌবাহিনীও তাদের বন্যাত্রাণের খরচখরচার হিসেব তৈরি করছে। নিয়ম অনুসারে, খরচের বিল তৈরি করে সামরিক বাহিনী তা রাজ্য সরকারের কাছে পাঠায়। রাজ্য সরকার তা পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =