নয়াদিল্লি: ট্রেনে যেতে যেতেই এবার প্রায় পাঁচ হাজার ম্যাগাজিন পড়ার সুযোগ পাবেন যাত্রীরা। যে তালিকায় থাকছে বাংলা ভাষার বেশ কয়েকটি নামকরা পত্রিকাও। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে আইআরসিটিসি (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন)।
রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলযাত্রীদের কাছে এই বিশেষ সুবিধা পৌঁছে দিতে একটি সুপরিচিত বেসরকারি ডিজিটাল ম্যাগাজিন স্টোরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আইআরসিটিসি। যার ফলে নামমাত্র মূল্যে ট্রেনে ভ্রমণ করতে করতে নিজেদের মোবাইল অথবা ট্যাবে পছন্দমতো ম্যাগাজিন এবং খবরের কাগজ পড়তে পারবেন যাত্রীরা।