আরও একটি যোগাযোগ উপগ্রহ সফল উৎক্ষেপণ করল ইসরোর

নয়াদিল্লি: ফ্রেঞ্চ গায়ানা থেকে কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট ৩১-এর সফল উৎক্ষেপণ করল ইসরো৷ আজ ভোররাত ২:৩১ মিনিটে কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩১-এর উৎক্ষেপণ করা হয়৷ ফ্রেঞ্চ গায়ানা থেকে এই কৃত্রিম উপগ্রহটি ছোঁড়া হয়৷ এই উপগ্রহের ওজন ২ হাজার ৫৩৫ কেজি৷ ১৫ বছর ধরে এই উপগ্রহটি কর্মক্ষম৷এই উপগ্রহের সফল উৎক্ষেপণের ফলে ভিস্যাট নেটওয়ার্ক, টেলিভিশন আপলিঙ্ক, ডিটিএইচ পরিষেবার মতো পরিষেবা

56892de289a9ebb51899b4732cd0d8f6

আরও একটি যোগাযোগ উপগ্রহ সফল উৎক্ষেপণ করল ইসরোর

নয়াদিল্লি: ফ্রেঞ্চ গায়ানা থেকে কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট ৩১-এর সফল উৎক্ষেপণ করল ইসরো৷ আজ ভোররাত ২:৩১ মিনিটে কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩১-এর উৎক্ষেপণ করা হয়৷ ফ্রেঞ্চ গায়ানা থেকে এই কৃত্রিম উপগ্রহটি ছোঁড়া হয়৷ এই উপগ্রহের ওজন ২ হাজার ৫৩৫ কেজি৷ ১৫ বছর ধরে এই উপগ্রহটি কর্মক্ষম৷এই উপগ্রহের সফল উৎক্ষেপণের ফলে ভিস্যাট নেটওয়ার্ক, টেলিভিশন আপলিঙ্ক, ডিটিএইচ পরিষেবার মতো পরিষেবা উপকৃত হবে৷

গত ১৯ ডিসেম্বর যোগাযোগ উপগ্রহ জিস্যাট-৭এ-র সফল উৎক্ষেপণ করে ইসরো৷ শ্রী হরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় উপগ্রহটি৷ উপগ্রহটির ওজন ২,২৫০ কিলোগ্রাম ও আয়ু ৮ বছর৷ এই উপগ্রহটি কিউ-ব্যান্ডের যোগাযোগ ব্যবস্থা প্রদান করেছে ভারতের বায়ুসেনাকে৷ উৎক্ষেপণের ১৯ মিনিট পর জিএসএলভি-এফ১১ রকেট উপগ্রহটিকে প্রাথমিক কক্ষপথে পৌঁছে দেয়৷

GSAT-7A ইসরোর ৩৫তম যোগাযোগ উপগ্রহ৷ উপগ্রহটি বায়ুসেনার শক্তি এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়৷ মাঝ আকাশে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছে যুদ্ধবিমান৷ ইসরো জানিয়েছে, আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে ভূমি যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই উপগ্রহ৷ গত ১৪ নভেম্বর দেশের সবচেয়ে ভারী, ৩৪২৩ কিলোগ্রাম ওজনের যোগাযোগ উপগ্রহ GSAT-29-কে সফলভাবে কক্ষপথে পাঠাতে সক্ষম হয়েছে ইসরোর ‘বাহুবলী’৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *